আগামীকাল থেকে তিন দিনব্যাপী বিজনেস কনক্লেভ শুরু

আগামীকাল থেকে তিন দিনব্যাপী বিজনেস কনক্লেভ শুরু
বিদেশি ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অনলাইন ভিত্তিক সর্ববৃহৎ বিটুবি কনক্লেভ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আগামী ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে প্রথমবারের মতো বিজনেস কনক্লেভ ২০২০ অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং সেশন থাকবে।ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০ আয়োজন করবে ডিসিসিআই। আগামী ৫ জানুয়ারি বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিতব্য কনক্লেভের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন।

তিন দিনব্যাপী অনলাইন ভিত্তিক এ কনক্লেভে বাংলাদেশসহ বিশ্বের আরও ১০টি দেশের ২২৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবিতে (বিজনেস-টু-বিজনেস) অংশ নেবেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিশর, ইথিউপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনাম। অনুষ্ঠানের তিনদিনে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং সেশন হবে, যেখানে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবে।

এ আয়োজনে যেখাতসমূহ প্রধান্য পাবে, সেগুলো হলো- অ্যাপারেল ও টেক্সটাইল, হালকা প্রকৌশল, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য পক্রিয়াজাতকরণ এবং তথ্য-প্রযুক্তি ভিত্তিক সেবা খাত প্রভৃতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি