যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
২০১০ ও ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি ফাঁস করে দেওয়ার পর ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জকে ওয়ান্টেড ঘোষণা করা হয়। মার্কিন সরকারের দাবি, এসব নথি ফাঁস করে তিনি আইন ভঙ্গ করেছে, যা অনেকের জীবন বিপন্ন করছে।
এরপর থেকে অ্যাসাঞ্জ প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই করেছেন। তিনি বলেছেন, মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্র বিবিসি।