সরিয়ে দেয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে!

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে মানবসম্পদ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভাগটির দ্বায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর-১ এস এম মনিরুজ্জামানকে। কর্মকর্তাদের দাবির মুখে গভর্নর ফজলে কবির গতকাল রাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে এ পরিবর্তন এনেছেন বলে ধারণা করা হচ্ছে ।

এর আগে গতকাল সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা। বিক্ষোভ শেষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এবং বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাকার নেতারা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেন।

সেখানে আহমেদ জামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। অভিযোগের কোনোটিই আর্থিক নয়, তাঁর আচরণসংক্রান্ত। মানবসম্পদ বিভাগ তাঁর অধীনে থাকায় এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন কর্মকর্তারা, বিশেষ করে সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে। নির্বাহী পরিচালক পদে থাকার সময়ও মানবসম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি