বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশে কম খরচে উৎপাদন প্রক্রিয়ায় যেতে আগ্রহী ভারতের অনেক বড় প্রতিষ্ঠান ও লগ্নিকারী। সেক্ষেত্রে বাংলাদেশে নানা ইলেকট্রনিক পণ্য, নিরাপদ খাবার পানি ও অন্যান্য বিভিন্ন পণ্য উৎপাদন করে ভারতের বিভিন্ন অংশে নেওয়া সম্ভব হবে। এতে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা যেমন বাড়ছে তেমনি এই অঞ্চলে বিভিন্ন পণ্যের দাম অনেক কমে যাবে।
ভারতীয় রাষ্ট্রদূত আরো বলেন, সড়ক, রেল এবং আকাশ পথে যোগাযোগ বাড়ানোর জন্য বাংলাদেশ ও ভারতকে আরো অনেক কাজ করতে হবে।