কোভিড-১৯ এর কারণে ম্যাচটি নিয়ে ছিল সংশয়। কারণ একদিন আগেই কোভিড-১৯ পরীক্ষায় ভিলার প্রধান কোচসহ মূল দলের প্রায় সবাই কোভিড পজিটিভ হন। ফলে বাধ্য হয়ে বয়সভিত্তিক দল মাঠে নামায় ভিলা।
লিভারপুলের বিপক্ষে ম্যাচে ভিলার মূল একাদশের ৭ খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ এবং বাকি ৪ জনকে নেওয়া হয় অনূর্ধ্ব-১৮ দল থেকে নেওয়া হয়। ম্যাচের চতুর্থ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪১তম মিনিটে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান লুই ব্যারি।
বিরতির পর ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে লিভারপুল। ৬০তম মিনিটে অলরেডদের আবারো এগিয়ে দেন জর্জিনিও উইনালদাম। আর ম্যাচের ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। এর তিন মিনিট পরই গোল করেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
সূত্র: বিবিসি/লাইভস্কোরডটকম