১৩ জানুয়ারি থেকে তিন বিভাগে শৈত্যপ্রবাহের আভাস

১৩ জানুয়ারি থেকে তিন বিভাগে শৈত্যপ্রবাহের আভাস
আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আজ শনিবার (৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন।

তিনি বলেন, ‘১৩ বা ১৪ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে। মানে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত এই স্পেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। তবে হতেও পারে। বেশি সম্ভাবনা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার।’

তিনি আরও বলেন, ‘শৈত্যপ্রবাহ হওয়া মানেই উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বায়ু আসতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চল অর্থ হলো- ভারতের পাঞ্জাব-হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উত্তর-পশ্চিমা বাতাসটা আসতে হবে।’

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিনের (১৩ জানুয়ারি) শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ বিষয়ে আরিফ হোসেন বলেন, ‘আমরা এখন বলেছি রাতের তাপমাত্রা কমতে পারে। আরেকটা সময় হয়তো বলবো যে, আগামীকাল বা পরশু থেকে শৈত্যপ্রবাহ আসবে।’

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়