শুক্রবার টুইটারের প্রতি শেয়ারের মূল্য ছিল ৫১.৪৮ ডলার। সোমবার সেটা কমে প্রথমে হয় ৪৭.১৬ ডলার। এরপর আরো কমে ৪৫.১৫ ডলারে থামে। যদিও পরবর্তীতে আবার দাম বেড়ে হয় প্রায় ৪৯ ডলার। তবে ট্রাম্প কাণ্ডে টুইটারের বাজার মূল্য কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার। যা প্রায় ১২ শতাংশ ক্ষতির।
মূলত ট্রাম্পের ৮৮ মিলিয়ন ফলোয়ারের অনেকেই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি মেনে নিতে পারছেন না। তদের অনেকেই আছেন আবার শেয়ার বাজারে। ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করায় তারা টুইটারকে পিঠ দেখাতে শুরু করেছে।