8194460 শেকৃবিতে এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি ডিগ্রি চালু - OrthosSongbad Archive

শেকৃবিতে এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি ডিগ্রি চালু

শেকৃবিতে এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি ডিগ্রি চালু
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি কোর্স চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কোর্স কারিকুলাম অনুযায়ী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও শেকৃবির পারস্পরিক সহযোগিতায় এ ডিগ্রি দেয়া হবে।

সোমবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে ‘এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি কোর্স’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর ড. মাইকেল ফ্রিডম্যান, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. তাহমিনা শিরিন, ডা. মল্লিক মাসুম বিল্লাহ, শেকৃবি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগে চেয়ারম্যান ড. কেবিএম সাইফুল ইসলাম প্রমুখ ।

সভায় বলা হয়েছে, কোর্সটিতে আটজন শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে। কোর্সটি ৮০ শতাংশ ব্যবহারিক হবে। মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক দেশে এ কোর্সটি চালু আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো