দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৫ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় আউন্সপ্রতি ২ ডলার ৬০ সেন্ট কম। দিনের শুরুতে স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৮১৭ ডলারের নিচে নেমেছিল, যা গত ২ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
মার্কিন ডলার মুদ্রাবাজারে তিন বছরের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে। চলতি মাসের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই মহামারীকবলিত মার্কিন অর্থনীতির গতি ফেরাতে জো বাইডেনের ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশের পর পরই মুদ্রাবাজারে গতি ফিরে পায় ডলার।