ভূমিকম্পটি সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এটির কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে দ্বীপটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়।
বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারে আজ শনিবারও তৎপরতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় মৃত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শত শত মানুষ এ ভূমিকম্পে আহত হওয়া ছাড়াও বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার।
ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মামুজু শহরের মিত্রা মানাকারা হাসপাতাল। পাঁচতলা এ হাসপাতাল ভবনের একাংশ মাটির সঙ্গে মিশে গেছে। হাসপাতালটি থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে। আরও ভূমিকম্প ও তাতে সুনামির আশঙ্কার কথা জানানো হয় সতর্কবার্তায়। ভূমিকম্প ও এর পরাঘাতে এখন পর্যন্ত দ্বীপটির তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি হোটেল। স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে আছে। সূত্র বিবিসি ও রয়টার্স।