জানা গেছে, বিমান ভাড়া বাবদ প্রচুর অর্থ বাকি রেখেছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। এ কারণে মালয়েশিয়ার আদালত এয়ারক্রাফটটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
২০১৫ সালে ভিয়েতনামের একটি সংস্থার থেকে দুটি বিমান ভাড়া নেয় পিআইএ। এর মধ্যেই ছিল বোয়িং-৭৭৭। শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে যাত্রীরা বসে পড়ার পরে তার উড়ান আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে এখন ওখানেই ১৪ দিনের নিভৃতবাসে কাটাতে হবে যাত্রীদের।
বিমানটির ১৮ সদস্যের কর্মচারী দলও আপাতত কুয়ালালামপুরে আটকা পড়েছেন। পিআইএ-র তরফে টুইটারে জানানো হয়েছে, যাত্রীদের সবার দেখাশোনা দায়িত্ব নেওয়া হয়েছে এবং অন্য বিমানে যাত্রার ব্যবস্থাও চূড়ান্ত।