এখন বাংলাদেশ থেকে কোভিড আক্রান্ত ক্রিটিকাল রোগী এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উভয়ের রাষ্ট্রের নীতিমালা মেনে একমো ট্রিটমেন্ট নিতে সহজেই ভারতের মেডিকা হাসপাতালে যেতে পারবেন। সেই সাথে যেকোনো জরুরি অবস্থায় ভারত থেকে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারবে এম এইচ শমরিতা হাসপাতাল।
চুক্তি স্বাক্ষরের সময় ভারতের মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ইয়োগেশ জোশি এবং এম এইচ শমরিতা হাসপাতালের ডিরেক্টর অব অপারেশন ডা. ফরিদ আহমেদ।