আজ সোমবার (১৮ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিশ্বব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি ঋণচুক্তি করেছে। চুক্তিতে সই করেন ইআরডি’র সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
উল্লেখ্য, ১১টি সিটি করপোরেশনের বিভিন্ন বস্তিতে বসবাসকারী ঝরে পড়া ও অতিদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার দ্বিতীয় সুযোগ দেওয়ার লক্ষ্যে ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের’ আওতায় ‘আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রকল্পের মূল চুক্তির আওতায় বরাদ্দকৃত অর্থ এসডিআর এবং ইউএসএস’র এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনজনিত কারণে ঘাটতির ফলে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে অতিরিক্ত এ অর্থ দেওয়া হচ্ছে। অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ ঋণের অর্থ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। বার্ষিক ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ এবং শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।