এ লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মধ্যে অনলাইনে অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষরের ফলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা, বুথ এবং তাদের নিয়োজিত এজেন্ট কর্তৃক বিদেশগামী বাংলাদেশী কর্মীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণ গ্রহণ ও পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সভাপতিত্ব করেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সামছুল আলম।