কাতারের সঙ্গে সরাসরি ফ্লাইট ইউএই এবং মিসরের

কাতারের সঙ্গে সরাসরি ফ্লাইট ইউএই এবং মিসরের
কাতারের সঙ্গে গত সোমবার মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম একটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া অবরোধের পর এই প্রথম দেশগুলোর মধ্যে ফ্লাইট পরিচালিত হয়েছে।

সন্ত্রাসবাদ সমর্থন ও ইরানের খুব নিকটবর্তী থাকার অভিযোগ তুলে কাতারের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। অবরোধের কারণে স্থল, সমুদ্র ও আকাশপথে কাতারের সঙ্গে এ চার দেশের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মরুভূমির শহর আল-উলায় ছয় সদস্যের উপসাগরীয় জোট জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে একটি সংহতি চুক্তির মাধ্যমে এ অবরোধ তুলে নেয়া হয়।

এরপর সোমবার প্রথম একটি বাণিজ্যিক ফ্লাইট দোহা থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটি কায়রো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে কাতার থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট ইউএইর শারজাহ বিমানবন্দরে অবতরণ করেছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় তিন লাখ মিসরীয় কাতারকে নিজেদের বাড়ি মনে করে এবং অনেকেই দীর্ঘ এ সংকট চলাকালীন দেশটিতে ভ্রমণ করতে পারছিল না। গত বছরের মে মাসে হতাশ মিসরীয়রা তত্কালীন শূন্য দূতাবাসের বাইরে প্রতিবাদ করেছিল। এ বিক্ষোভের পর ১৮টি প্রত্যাবাসন ফ্লাইট নিরপেক্ষ দেশ ওমানের মাধ্যমে কাতারে পরিচালিত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না