সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলায় উস্কানির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সোমবার।
শুক্রবার (২২ জানুয়ারি) সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডেমোক্রেট চাক শুমার এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির আট তারিখের আগে এই বিষয়ে শুনানি শুরু হবে না। কারণ মি. ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের দুই সপ্তাহ সময় দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে গত ৬ই জানুয়ারির ভয়াবহ সহিংসতার জন্য সাবেক প্রেসিডেন্টকে দায়ী করছে ডেমোক্র্যাটরা।
ক্যাপিটলে সহিংসতার জন্য গত সপ্তাহে মি. ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করেছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ফলে এখন সেনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
সেক্ষেত্রে তিনি হবেন সিনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসাবে প্রথম ব্যক্তি।
এর আগে আর কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।
সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের অফিস জানিয়েছে, বিচার কার্যক্রম শুরুর আগে মি. ট্রাম্পকে আরো কিছু সময় দেয়ার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, মি. শুমার সেই অনুরোধ রক্ষা করায় তিনি খুশী হয়েছেন।
এখন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কার্যক্রম শুরু হবে নয়ই ফেব্রুয়ারি।
ট্রাম্প সিনেটে তার বিচার মোকাবিলার জন্য অন্তত একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার নিজ দলের সিনেটরদের জানান, সাউথ ক্যারোলাইনার আইনজীবী বাচ বায়ারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
গ্রাহাম বলেছেন, ট্রাম্পের বিচার মোকাবিলার জন্য একটাই যুক্তি তুলে ধরা হবে। আর তা হলো, যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা থেকে চলে যাওয়া কোনো প্রেসিডেন্টকে বিচার করার নিয়ম নেই।