উইপিডিএফ শুক্রবার (২২ জানুয়ারি) ওই সেনা অভিযানের কথা জানিয়েছে।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় উইপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের একদিনে হত্যা করে।
সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনী ওই অভিযান চালায়।
উইপিডিএফ গত ১০ বছর ধরে সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এ পর্যন্ত তাদের ২০ জন সদস্য প্রাণ হারিয়েছে সোমালিয়ায়।