8194460 ম্যানচেস্টার সিটির দখলে শীর্ষস্থান - OrthosSongbad Archive

ম্যানচেস্টার সিটির দখলে শীর্ষস্থান

ম্যানচেস্টার সিটির দখলে শীর্ষস্থান
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) চলছে জমজমাট লড়াই। শীর্ষে উঠে কোনো ক্লাবই জায়গা পাকাপোক্ত করতে পারছে না। মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রম কে উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে শীর্ষস্থান দখল করে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ব্রম। একে একে গোল হজম করে ৫টি। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দাপট দেখিয়ে খেলে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে ম্যানসিটি মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতেই ৬ মিনিটের সময় দলকে এগিয়ে দেন গিনদোয়ান। আর ২০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। এর ১০ মিনিট পরেই আরও একটি গোল করেন গিনদোয়ান। বিরতিতে যাওয়ার আগেই দলের হয়ে চতুর্থ গোলটি করেন রিয়াদ মহারেজ। বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ৫ম ও শেষ গোলটি করেন স্টার্লিং।

এই জয়ের মধ্য দিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে ম্যানইউ। এই দুই দলের মধ্যে জমজমাট লড়াই জমে উঠেছে। দুই দলেরই জয় ১২টি করে। ম্যানসিটি দুই ম্যাচে হারলেও তিনটিতে হারে ম্যানইউ।

পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের অবস্থান বেশ নাজুক। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ম স্থানে। লড়াইয়ে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো