বুধবার (২৭ জানুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এক ইভেন্টে দেশের ২৭টি জেলায় ৫০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করে ব্র্যাক ব্যাংক এই মাইলফলক স্পর্শ করে।
এই অর্জন সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, স্বল্প সময়ের মধ্যে ৫০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাইলফলকে পৌঁছতে পেরে আমরা গর্বিত।
বাংলাদেশে এসএমই ব্যাংকিংয়ের অগ্রদূত ব্র্যাক ব্যাংক বর্তমানে ১৮৭টি শাখা, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৩৭৮টি এটিএম এবং সিডিএম বুথের মাধ্যমে দেশব্যাপী গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম বলেন, ব্র্যাক ব্যাংক দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রাহকের বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের স্বল্প আয়ের মানুষের, একদম কাছাকাছি পৌঁছানোর জন্য এজেন্ট ব্যাংকিং সেবা একটি আদর্শ মডেল।
ব্র্যাক ব্যাংক ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকার, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতি দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।