আজ শনিবার আইন সংশোধনীর মাধ্যমে এ ঘোষণা দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন।
দুবাই ভিত্তিক ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমস বলছে, এই আইন সংশোধনের ফলে বিভিন্ন দেশের পেশাজীবী যেমন বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও তাদের পরিবার আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।
এই বিষয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, নতুন এই আইনের লক্ষ্য হলো, আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন এমন প্রতিভাবনদের আকৃষ্ট করা’।
তিনি আরও বলেন, ‘আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমিরি আদালত এবং নির্বাহী পরিষদ প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত মানদণ্ডের অধীনে যোগ্যদের মনোনিত করবেন’।