শিশুদের মুল আকর্ষণ ছিলো শিশুচত্ত্বর। মনের আনন্দে সিসিমপুরের হালুম, আর টুকটুকির সাথে খুনসুটিতে ব্যস্ত থেকেছে তারা। তারপর স্টলে স্টলে শিশুরা ঢুঁ মেরেছে। পছন্দের বই খুঁজেছে নিজের মত করে। অভিভাবকরাও চেষ্টা করেছেন, সন্তানদের বইমুখী করতে। শনিবার মেলার শেষ দিন হলেও সকালে যথারীতি থাকবে শিশুপ্রহর।
মেলা শেষ হতে বাকি আর একদিন। শুরুর দিকে কিছুটা কম থাকলেও দিন যতই গড়িয়েছে মেলায় ভীড় বেড়েছে ক্রেতা- দর্শনার্থীর। তাতে লেখক, প্রকাশকদের মনে আনন্দ থাকলেও শেষ হয়ে আসায় তাদের মনে ভর করেছে বিষন্নতা। এদিকে, বিকেলে বই মেলা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চিমিং। সেখানে তিনি চীনা দুতাবাসের স্টল পরিদর্শন করেন। পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্টলও ঘুরে দেখেন তিনি।