সূত্র মতে, বৃহস্পতিবার এমআই সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এমআই সিমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিলের ৬.৮৮ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৬.৪১ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৬.০১ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.২০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.১৮ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.২৪ শতাংশ, আরামিটের ৩.২২ শতাংশ, আরডি ফুডের ২.৮৯ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৫৮ শতাংশ বেড়েছে।