সূত্র মতে, বৃহস্পতিবার প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৭.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৭.৭৮ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭.৬৯ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৬৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫০ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৭.৩৯ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৩৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭.৩৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৬.৯৭ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৪৮ শতাংশ কমেছে।