সূত্র মতে, রবিবার এনভয় টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৬.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনভয় টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ৬.২৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজ ৫.৫২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৪০ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.৭৫ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪.৭৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৫৯ শতাংশ, বেক্সিমকোর ৪.৫৮ শতাংশ, গোল্ডেন সনের ৪.৩১ শতাংশ এবং আমান ফিডের শেয়ার দর ৪.২২ শতাংশ কমেছে।