হাতিরঝিলে হয়রানির অভিযোগে আরও ৩১ জন আটক

হাতিরঝিলে হয়রানির অভিযোগে আরও ৩১ জন আটক
বেড়াতে আসা মানুষদের নানাভাবে হয়রারি করার অভিযোগে হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ।

এ পর্যন্ত মোট ১০২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণ উপদ্রব ও অহেতুক হইচই করার অপরাধে ডিএমপি অরডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের শর্তসাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোর কর্তৃক নানাভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেওয়ার পর ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিনোদন প্রত্যাশী মানুষের আনন্দ উদযাপন‌কে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ কর‌তে ও যে কো‌নো প্রকার হয়রা‌নি থে‌কে মুক্ত রাখ‌তে এ অভিযান প‌রিচা‌লিত হ‌চ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা