নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, ‘নতুন করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় এক যোগে কাজ করতে থাকায় যুক্তরাষ্ট্র আসিয়ান শীর্ষ নেতাদের এ সম্মেলন স্থগিত করতে এমন কঠিন সিদ্ধান্ত নেয়। আসিয়ানের অংশীদার দেশগুলোর সাথে পরামর্শ করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।’
আগামী ১৪ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ অঞ্চলের দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের মূল্যায়ন করে। এক্ষেত্রে ওয়াশিংটন ভবিষ্যত সম্মেলনের অপেক্ষায় থাকছে।