ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান চায় ইইউ

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান চায় ইইউ
আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসাকে ইইউ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে স্ট্যানো বলেন, ইরানের সঙ্গে বিদ্যমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে।তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেআইনিভাবে বেরিয়ে যাওয়া এবং তার জের ধরে ইরানের পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাস করার কথা তুলে ধরেন।

ইইউ’র এই মুখপাত্র বলেন, আমেরিকা এই সমঝোতায় ফিরে আসলে ইরানের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপও সংশোধন করা সম্ভব।

ইরানের পরমাণু সমঝোতা এখনও বেঁচে আছে জানিয়ে স্ট্যানো বলেন, আমেরিকা ছাড়া এ সমঝোতার বাকি সবগুলো দেশ এখনও এতে অটল রয়েছে। তিনি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, ইইউ এ নিষেধাজ্ঞার অবসান চায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না