বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
কোনো ব্যাংকের যে কোনো সেবা বা লেনদেন বন্ধ রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৭ ফেব্রুয়ারি বুধবার থেকে ২১ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, গ্রাহকদের আরও উন্নত ও নিরাপদ সেবা দিতে ডেটা সেন্টার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময়ে শাখা ও এটিএম বুথের পাশাপাশি ব্যাংকটির মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও অ্যাপভিত্তিক সব সেবা বন্ধ রাখা হবে। পাঁচ দিনের মধ্যে প্রথম দু'দিন কর্মদিবস। পরবর্তী তিন দিন সাপ্তাহিক ও সরকারি ছুটি।