বিসিআইএম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত

বিসিআইএম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত
করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) উপ-অঞ্চলে ট্রেড অ্যান্ড লজিস্টিক সহায়তার ওপর গুরুত্ব দিয়ে বিসিআইএম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিআইএমের বিজনেস কাউন্সিল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মাধ্যমে এ সভার আয়োজন করে।

সভায় অংশগ্রহণকারীরা বিসিআইএমের ২০২০ সালের প্রধান কার্যক্রমগুলো পর্যালোচনা করে এবং এর সারাংশ উপস্থাপন করে। এছাড়া ২০২১ সালে কাউন্সিলের প্রকল্পগুলোর প্রমোশনের বিষয়ে আলোকপাত করেন তারা।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম রিজিওনাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভ (আরভিসিআই) শিল্পগুলোর খাতভিত্তিক ইকোসিস্টেমকে টার্গেট করার ওপর গুরুত্ব আরোপ করেন।

চায়না চেম্বারস অব ইন্টারন্যাশনাল কমার্সের উপমহাপরিচালক (সহায়তা ও উন্নয়ন) উ মেং বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় সিআইআই, ইউএমএফসিসিআই হোস্টের ভূমিকা পালন করে।

সভায় বক্তব্য রাখেন চীনের কুনমিংয়ে নিয়োজিত বাংলাদেশের কনসুল জেনারেল, মিয়ানমারের কনসুল জেনারেল ও গোয়াংজুতে নিয়োজিত ভারতের কনসুল জেনারেল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর