ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের উদ্বোধন অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘আমার তিনটা সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু সমস্যা সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহগুলো নিয়ে। সেখানে খুব কম সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহগুলোতে এখন কবরস্থানের মতো অনুভূতি হয়। সেখানে কেউ-ই এখন সিনেমা দেখতে যায় না। অবশ্যই মালিকদের এটি চালানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কিন্তু আর্থিক কারণে অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে আছে। এটি মোটেও ভালো সংকেত নয়। আমরা পেশাদার অভিনয়শিল্পী। সিনেমা নির্মাণ করব। কিন্তু সেগুলো কোথায় মুক্তি দিব?’
কিছুদিন আগে সালমান খানকে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহতে মুক্তির অনুরোধ করেন পরিবেশকরা। পরবর্তী সময়ে সেই অনুরোধ রেখে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন এই অভিনেতা। সালমান বলেন, ‘এটি ক্যাচ-২২ পরিস্থিতি, আমরা তাদের ছাড়া অসম্পূর্ণ, তারাও আমাদের ছাড়া অসম্পূর্ণ। সিঙ্গেল স্ক্রিনে আমার অবস্থান বেশ শক্ত। এজন্য তারা আমাকে রাধে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুরোধ করেন।’
গত বছর ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। এছাড়া ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।