তুষারধসে নদীর পানি পানির স্তর হু হু করে বাড়ছে। যার ফলে নদীর দু’ধারের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। তারা এখন পর্যন্ত নিখোঁজ। উত্তরখণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।
ইতোমধ্যে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দেরাদুন থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল রওনা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, উদ্ধারকাজে যোগ দিতে রওনা হয়েছে বিমানবাহিনী।