রোববার রাতের ম্যাচে দুই দল লড়েছে প্রায় সমানে সমান। তবে প্রথমার্ধের দুর্দান্ত লড়াইয়ের পরও জাল দেখেনি কোনো দল। দ্বিতীয়ার্ধের জন্যই যেন সব রোমাঞ্চ জমা রেখেছিল ম্যাচটি।
৪৯ মিনিটে ইলকেয় গুন্দোগানের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ফোডেনের শট গোলরক্ষক অ্যালিসন ফেরানোর পর ফিরতি বল কাছ থেকে জালে পাঠান গুন্দোগান। তবে লিভারপুল সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি।
৬৩ মিনিটে মোহামেদ সালাহকে ডি বক্সের মধ্যে ফেলে দেন রুবেন দিয়াস। পেনাল্টি থেকে গোল করেন মিসরীয় ফরোয়ার্ড। সামনে যে তাদের ওপর দশ মিনিটের ঝড় অপেক্ষা করছে, কে জানতো!
তিন মিনিটের মধ্যে দুই দুইবার ভুল করে বসেন অ্যালিসন। ৭৩ মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষকের ভুল পাসে ডি-বক্সের সামনে বল পেয়ে যান ফোডেন। তার বাড়ানো বল ডি বক্সে পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন গুন্দোগান।
পরের গোলটিও হয় অ্যালিসনেরই ভুলে। বক্সের ভেতরে তিনি বল তুলে দেন বের্নার্দো সিলভার পায়ে। সিলভা ক্রস করেন স্টার্লিংকে, দারুণ হেডে জাল কাঁপান ইংলিশ ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে জেসুসের কাছে থেকে বল পেয়ে দলের এক হালি পূর্ণ করেন ফিল ফোডেন। দশ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
যার ফলে, ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে জার্গেন ক্লপের লিভারপুল।