জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০টি শেয়ার ২৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৭৪ লাখ ৫৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬০ লাখ ১৩ হাজার টাকার রিং শাইনের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩৮ লাখ ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের।
এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের ৯ লাখ ৪ হাজার টাকার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৯০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩২ লাখ ৮০ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।