সোকিনই হলো বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যারা দ্রুততার সঙ্গে ফিক্সড-ফি বা নির্দিষ্ট হারের চাঁদাভিত্তিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট সার্ভিস লেনদেন পরিশোধ সেবা এবং ব্যয়-সাশ্রয়ী মুদ্রা বিনিময় সেবা দিয়ে থাকে। তাদের এই সেবায় কোনো হিডেন চার্জ বা গোপন মাশুল নেই। এদিকে মাস্টারকার্ডের বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত সেবা কার্যক্রম রয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার লাখ লাখ গ্রাহক মাস্টারকার্ডের বিশ্বস্ত ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সলিউশন্স বা সমাধান পায়। কার্ড সেবা ব্যবহারের মাধ্যমে সোকিনের তাৎক্ষণিক পেমেন্ট নেটওয়ার্কেও প্রবেশাধিকার পাবেন।
এর আগে সোকিন গত বছরের নভেম্বরে ঘোষণা দিয়েছিল যে, সিঙ্গাপুরে মাস্টারকার্ডই হবে তাদের প্রধান অংশীদার ও কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় সোকিন-মাস্টারকার্ডের অংশীদারিত্ব দক্ষিণ এশিয়াতেও সম্প্রসারিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপেও প্রতিষ্ঠান দুটির অংশীদারিত্ব রয়েছে।
সোকিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভ্রন মডগিল এ প্রসঙ্গে বলেন, দক্ষিণ এশিয়াকে আমরা সোকিনের জন্য প্রধান বাজার মনে করি। সেজন্য মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আমরা সেবা দিতে চাই। আমরা জানি, দক্ষিণ এশিয়ায় এই ধরনের সেবা প্রদানে নেতৃত্বের আসনে থাকার মতো পণ্য-সেবা ও উচ্চাভিলাষ আমাদের রয়েছে, যা এই অঞ্চলের গ্রাহকরা সত্যিকার অর্থেই পেতে চান।