রচনা প্রতিযোগিতায় নিবন্ধন এর শেষ তারিখ ১১ মার্চ, ২০২০ এবং প্রতিযোগিতায় সারা দেশের উচ্চ মাধ্যমিক/ এ লেভেল এবং বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে রচনা প্রতিযোগিতা এর আয়োজন করা হয়েছে। উক্ত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ৭ লক্ষ টাকার নগত পুরষ্কার এর বাবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যেই ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম তারিখ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালিত হবে।