করোনার প্রভাবে বছরের সর্বনিম্ন দামে জ্বালানি তেল

করোনার প্রভাবে বছরের সর্বনিম্ন দামে জ্বালানি তেল
করোনা আতঙ্কে কার্যত বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে ধারাবাহিকভাবে নিম্নগতিতে। গত শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে দাম সর্বনিম্নে পৌঁছায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমছে। চাহিদা কমায় দামে নেতিবাচক প্রভাব পড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৪৯ দশমিক ৮৯ ডলার। গত সপ্তাহে এটি কমেছে প্রায় ১৪ শতাংশ, যা ২০১৬ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের তিনটি মহাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে।

করোনারভাইরাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের উৎপাদন খাত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার প্রকাশিত চীনের সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশটির উৎপাদন কার্যক্রম রেকর্ড পরিমাণ কমেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, প্রথম প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধিতে বড় ধরনের আঘাত আসতে পারে। গতকালের সরকারি তথ্যও যেন সেদিকই ইঙ্গিত দিচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না