বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৪৯ দশমিক ৮৯ ডলার। গত সপ্তাহে এটি কমেছে প্রায় ১৪ শতাংশ, যা ২০১৬ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের তিনটি মহাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে।
করোনারভাইরাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের উৎপাদন খাত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার প্রকাশিত চীনের সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশটির উৎপাদন কার্যক্রম রেকর্ড পরিমাণ কমেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, প্রথম প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধিতে বড় ধরনের আঘাত আসতে পারে। গতকালের সরকারি তথ্যও যেন সেদিকই ইঙ্গিত দিচ্ছে।