করোনায় ১৭ এমপি আক্রান্ত, ঘানায় পার্লামেন্ট বন্ধ

করোনায় ১৭ এমপি আক্রান্ত, ঘানায় পার্লামেন্ট বন্ধ
আফ্রিকার দেশ ঘানার পার্লামেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। কমপক্ষে তিন সপ্তাহ পার্লামেন্টের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সম্প্রতি পার্লামেন্টের বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

কমপক্ষে ১৭ পার্লামেন্ট সদস্য এবং ১৫১ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে পার্লামেন্টের কার্যক্রম চালিয়ে নেয়া আর সম্ভব হচ্ছে না। এর আগে পার্লামেন্টে সব ধরনের বৈঠকেও সীমাবদ্ধতা আনা হয়।

মঙ্গলবার পার্লামেন্ট বন্ধের ঘোষণা দেন স্পিকার আলবান বাগবিন। আগামী ২ মার্চ পর্যন্ত পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্লামেন্ট জীবানুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করতেই এই কয়েকদিন সবকিছু বন্ধ রাখা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে ঘানার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন নানা।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এখন পর্যন্ত ৭৩ হাজার ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৪৮২ জনের।

করোনার সংক্রমণ ঠেকাতে ঘানায় অন্ত্যেষ্টিক্রিয়া, বিয়ে, পার্টিসহ বড় সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া গত বছরের মার্চ থেকে দেশটির জল-স্থল সীমান্তসহ সমুদ্রসৈকত, নৈশক্লাব, সিনেমা হল ও মদের দোকান বন্ধ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না