প্রশ্নপত্র ফাঁসে ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

প্রশ্নপত্র ফাঁসে ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় আরও সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড (ডিবি)। এই অভিযোগে এর আগে ডিবির সুপারিশের ভিত্তিতে ৭৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভা থেকে আরও সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের এই সুপারিশ করা হয়। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা দুজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আগে দুই দফায় আজীবন বহিষ্কৃত ৭৮ জন, আজ বহিষ্কারের সুপারিশ হওয়া ৭ জন এবং কারণ দর্শানোর নোটিশ পাওয়া ২ জন—এই ৮৭ জনের প্রত্যেকেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলার আসামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের এই ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তাঁদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, সিআইডির অভিযোগপত্রে থাকা ৮৭ দিনের মধ্যে ৭৮ জনকে আজীবন বহিষ্কারের পর এবার তাঁরা বাকি ৯ জনের মধ্যে ৭ জনকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছেন। বাকি দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শৃঙ্খলা বোর্ডের সভায় এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোয় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি