বাকৃবিতে কৃষিবিদ দিবস-২০২১ পালিত হবে আগামীকাল

বাকৃবিতে কৃষিবিদ দিবস-২০২১ পালিত হবে আগামীকাল
বর্ণাঢ্য আয়োজনে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে পালিত হবে কৃষিবিদ দিবস-২০২১। বাকৃবির আয়োজনে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ দিবসটি পালিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। এজন্য ১৩ ফেব্রুয়ারিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করেন কৃষিবিদরা। তাই এই দিনটিকে ঘিরে কৃষি শিক্ষার আঁতুড়ঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সেজেছে রঙিন আলোয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাস্তার গাছকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙের মিটমিট করা আলোয়। যা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক মায়াবী রূপ।

জানা যায়, অনুষ্ঠানের শুরুতে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া কৃষিবিদ দিবস উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি ও আলোকসজ্জা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী কৃষিবিদ আব্দুর রাজ্জাক, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি