পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারনী নির্দেশিকা তৈরির কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দিয়ে এই নির্দেশিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, গত সোমবার ইউজিসি সদস্যদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্দেশিকা চূড়ান্ত করা হয়। ১০ পৃষ্ঠার এই নির্দেশিকা চলতি মাসের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠাবে ইউজিসি। সেখানে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ইউজিসির এক সদস্য গণমাধ্যমকে বলেন, নতুন তৈরি করা নির্দেশিকায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর শর্ত তুলে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো এই বিষয়টি ঠিক করবেন। তবে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীকে অনার্স এবং মাস্টার্সে আলাদাভাবে সিজিপিএ ৩.৫০ (৪ এর মধ্যে) করে মোট ৭.০০ পেতে হবে।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের দাবি ওঠে। এই দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকেই এই নির্দেশিকা তৈরি করেছে ইউজিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি