সূত্র মতে, সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এছাড়া শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিডি ফাইন্যান্সের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা। ২০০ কোটি টাকার বিডি ফাইন্যান্স ফার্স্ট জিরো কুপন বন্ড ইস্যুর লক্ষ্যে কোম্পানিটির অন্তর্বর্তী আর্থিক প্রতিবেদনের এ নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
সর্বশেষ রেটিং অনুযায়ী কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ-’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ২০১৮ ও ২০১৯ হিসাব বছর এবং ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
সম্প্রতি নাম পরিবর্তন ও ইসলামী শরিয়াহভিত্তিক শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সংঘস্মারক ও সংঘবিধিতে পরিবর্তন আনা হবে। এর জন্য ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ জানুয়ারি।