সূত্রমতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩২ বারে ৪২ হাজার ৭৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৯৭ বারে ১৮ লাখ ৪ হাজার ৪৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, দেশবন্ধু পলিমার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, বিএসআরএম স্টিল লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।