ফের ইন্টারনেট সেবা বন্ধ মিয়ানমারে

ফের ইন্টারনেট সেবা বন্ধ মিয়ানমারে
সামরিনক জান্তার বিরুদ্ধে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হতে থাকে। যদিও বিকেল থেকে রাস্তায় নামতে দেখা গেছে সামরিক যান। সন্ধ্যা নামার পর পর এই যানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চলমান বিক্ষোভ দমনে রোববার রাত থেকে আবারো দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিবাগত রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এদিকে সামরিক যান রাস্তায় নামানো ও ইন্টারনেট সেবা বন্ধ করার পর দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

মার্কিন রাষ্ট্রদূত, কানাডা ও ১২টি ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা প্রদর্শন না করতে সামরিক সরকারকে অনুরোধ করেছে।

এক বার্তায় তারা লিখেছে, ‘গণতন্ত্রের মুক্তি, শান্তি ও প্রগতির জন্য বিক্ষোভ করা মিয়ানমারের জনগনের পক্ষে রয়েছি আমরা। বিশ্ব দেখছে এখানে কি হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না