হত্যা মামলায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

হত্যা মামলায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার
চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতারের পর এখন তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১২টার দিকে পটিয়া পৌরসভার গোবিন্দ খিল চিবাতলী স্কুলে কাউন্সিলর প্রার্থী রাজিব আর মান্নান এর সমর্থকের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষের একপর্যায়ে মান্নানের ভাই আবদুল মাবুদ দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় রাজিবের সমর্থকরা তাকে ধাওয়া দিলে পুকুরে পড়ে যায়। পরে সেখানে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুলি করে পালিয়ে যায়। উদ্ধার করে তাকে রক্তাক্ত অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আশেক, হাসান ও রাকিবসহ ৪ জন গুলিবিদ্ধ সহ আহত হয় ১১ জনের মতো। তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট