শেয়ারবাজারে বিনিয়োগে প্রস্তুত ৪ ব্যাংক

শেয়ারবাজারে বিনিয়োগে প্রস্তুত ৪ ব্যাংক
শেয়ারবাজার চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা গ্রহণে প্রস্তুত ৪ ব্যাংক। ইতোমধ্যে একটি ব্যাংক এই তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাকী ব্যাংক তিনটিও কিছু দিনের মধ্যে আবেদন করবে।

এছাড়া আরও কয়েকটি ব্যাংক তহবিলের জন্য আবেদন প্রক্রিয়া জানতে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করেছে।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে এই তহবিল নিজস্ব অর্থায়নে হবে না-কি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রূপালী ব্যাংক নিজস্ব অর্থায়নে ৮০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে তহবিলের আকার ২০০ কোটি টাকায় উন্নীত করবে বলে জানা গেছে। তহবিলের বাকী অর্থের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়া হতে পারে।

বেসরকারি ন্যাশনাল ব্যাংকও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও  সিটি ব্যাংক ইতোমধ্যে রেপো সুবিধার আওতায় নেওয়া ৫০ কোটি টাকার মেয়াদ বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। ঢাকা ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ