শেয়ারবাজারে বিনিয়োগে প্রস্তুত ৪ ব্যাংক

শেয়ারবাজারে বিনিয়োগে প্রস্তুত ৪ ব্যাংক
শেয়ারবাজার চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা গ্রহণে প্রস্তুত ৪ ব্যাংক। ইতোমধ্যে একটি ব্যাংক এই তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাকী ব্যাংক তিনটিও কিছু দিনের মধ্যে আবেদন করবে।

এছাড়া আরও কয়েকটি ব্যাংক তহবিলের জন্য আবেদন প্রক্রিয়া জানতে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করেছে।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে এই তহবিল নিজস্ব অর্থায়নে হবে না-কি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রূপালী ব্যাংক নিজস্ব অর্থায়নে ৮০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে তহবিলের আকার ২০০ কোটি টাকায় উন্নীত করবে বলে জানা গেছে। তহবিলের বাকী অর্থের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়া হতে পারে।

বেসরকারি ন্যাশনাল ব্যাংকও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও  সিটি ব্যাংক ইতোমধ্যে রেপো সুবিধার আওতায় নেওয়া ৫০ কোটি টাকার মেয়াদ বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। ঢাকা ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ