কোম্পানিটির জন্য নতুন দুজন সিগনেটরি নিয়োগ দেবে আদালত। নিয়োগপ্রাপ্ত সিগনেটরির স্বাক্ষরের মাধ্যমে কোম্পানির ব্যাংকিং লেনদেন চলবে।
গতকাল কোম্পানিটির রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট থেকে এ আদেশ দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটি গতকাল বেশকিছু কাগজপত্র জমা দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গতকাল আদালত দুজন আইনজীবীকে নতুন সিগনেটরি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে। ফলে এতদিন যারা সিগনেটরি ছিলেন, তাদের স্বাক্ষরে ব্যাংক লেনদেন করা যাবে না।
নতুন সিগনেটরি দায়িত্ব নেয়ার পর ব্যাংকের সঙ্গে লেনদেন চালু হলে তখন কোম্পানির উৎপাদন শুরু করা সম্ভব হবে।