গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টসসংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুনে টিনশেডের ওই বাসাবাড়ির ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে জানিয়ে তাশারফ হোসেন জানান, ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট