নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এমন তথ্য জানিয়েছেন।
ভ্যাকসিনের বণ্টনে এমন পক্ষপাতিত্বের কড়া সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব বলেন, গোটা কয়েক দেশে ভ্যাকসিন দিলেই করোনা থেকে মুক্তি মিলবে না। সব দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে, জরুরীভিত্তিতে ঐক্যবদ্ধ পরিকল্পনার আর্জি জানান জাতিসংঘ মহাসচিব।
এদিকে, ল্যাব টেস্টের পর ফাইজার বলছে, দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরণের বিরুদ্ধে, দুই তৃতীয়াংশ কম কার্যকর তাদের ভ্যাকসিন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগের তুলনায় চলতি সপ্তাহে বিশ্বে করোনার মোট সংক্রমণ ১৬ শতাংশ কমেছে।