ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন। এতে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, সানাউল্লাহ, মাহফুজুর রহমান খান।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করতে শ্রমিক সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছিল। ছাত্রদের মুখে আলকাতরা মেখে দেয়া হয়েছিল। আমরা দেখেছি শাহজাহান খান একজন শিক্ষার্থী মারা যাওয়ায় অট্টহাসি হেসেছিলেন।

হামলাকারী শ্রমিকরা শাহজাহান খানের লোক উল্লেখ করে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, শ্রমিকদের পেছনে রয়েছেন শাহজাহান খান, পঙ্কজ দেবনাথ, মশিউর রহমান রাঙ্গা। শাহজাহান খানের নেতৃত্বেই ২০১৩-১৪ সালে দেশের পরিবহন সেক্টরকে বন্ধ করে দেয়া হয়েছিল, অচল করে দেয়া হয়েছিল। ২০১৮ সালে যখন ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলন করছিল সেই আন্দোলনেও শাহজাহান খানের নেতৃত্বে হামলা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি