বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।আলাদাভাবে আগামী ১০ জুন বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের উপস্থিতিতে এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন আয়োজন করা হবে। গুচ্ছ পদ্ধতিতে না আসায় আলাদাভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে তারা।

তিনি আরও বলেন, ১০ জুন বুয়েটের পরীক্ষা থাকায় গুচ্ছ পদ্ধতিতে রুয়েট, চুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষা ১২ জুন নির্ধারণ করা হয়েছে। এ দিন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা নেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১, ২২, ২৭ ও ২৮ জুন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

জানা গেছে, দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলেও তার চলমান ৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। একটি সঙ্গে আরেকটির ব্যবধান রেখে ধাপে ধাপে তিন মাসে এ পরীক্ষা শেষ করা হবে।

তবে বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েটকে নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বুয়েট ‘একক’ ক্ষমতা চাওয়ায় অন্য বিশ্ববিদ্যালয়গুলো সেই প্রস্তাবে রাজি হয়নি। এ কারণে এবার বুয়েট গুচ্ছতে ভর্তি পরীক্ষায় না গিয়ে নিজেদের মতো আলাদাভাবে পরীক্ষা নেবে। তাদের পরীক্ষার পর অন্য তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি